হবিগঞ্জ সদর উপজেলার ৯নং নিজামপুর ইউনিয়নে ২০১৫-২০১৬ অর্থ বছরে ১ কোটি ১ লাখ ৫৫ হাজার ৫শ’ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার ইউনিয়ন পরিষদের হলরুমে উন্মুক্ত সভায় শিক্ষা, স্বাস্থ্য যোগাযোগ, তথ্য প্রযুক্তি খাতকে অগ্রাধিকার দিয়ে এ বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল আউয়াল তালুকদার। ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়াল তালুকদারের সভাপতিত্বে এবং ইউপি সচিব মোজাম্মেল হক চৌধুরী পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য মোঃ মুসলেহ উদ্দিন, আব্দুল কাদির, রজব আলী, আব্দুর রউফ, আবুল ফজল, তোরাব আলী, মধু মিয়া, আব্দুল রউফ তালুকদার, রফিক মিয়া, ইউপি সদস্যা ইনারা আক্তার, বিলকিছ আক্তার প্রমুখ। এছাড়া সভায় বিভিন্ন স্কুলের শিক্ষক, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, সরকারি প্রতিনিধি, এনজিও প্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS